নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেড ৩য় ধাপে নয় ১ম ধাপেই চালুর দাবি জানিয়েছেন কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের থানা পাড়ায় “কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা” কমিটির কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহারিয়া ইমন রুবেল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে কুষ্টিয়া সুগার মিল তৃতীয় ধাপে নয় প্রথম ধাপেই চালুর দাবি জানান “কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা” কমিটির নেতৃবৃন্দরা। সেই সাথে “কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা” কমিটি এই ব্যাপারে কাজ করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন। কুষ্টিয়া সুগার মিল জোনে যেন পর্যাপ্ত পরিমাণে আঁখ রোপন করা হয় সেই ব্যাপারে সর্বদাই সরকারের কাছে কৃষকদের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন বিষয় উত্থাপন করা হবে। এছাড়াও কুষ্টিয়া চিনিকল আধুনিকায়ন, মিল রক্ষা ও দ্রুত আখ মাড়াই কার্যক্রম চালুর দাবি জানান নেতৃবৃন্দ। কুষ্টিয়া চিনিকল দ্রুত আঁখ মাড়াই কার্যক্রম চালু করার জন্য যে কার্যক্রম গুলো প্রাথমিকভাবে করতে হবে যেমন প্লান্টেশন, যন্ত্রাংশ মেরামত ও ক্রয়, আখ চাষে চাষীদের উদ্বুদ্ধ, মিলের আবাসিক কলোনি মেরামত, জনবল নিয়োগ ও মিলকে আধুনিকায়ন এর লক্ষ্যে যেই কাজগুলো মিল চালুর জন্য করনীয় সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয় এর লক্ষ্যে কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটি কাজ করে যাবে। নেতৃবৃন্দ আরো বলেন, কুষ্টিয়া সুগার মিল বিগত লুটেরা সরকার বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে আঁখ মাড়াই বন্ধ ঘোষণা করে। এতে হাজার হাজার কৃষক শ্রমিক বেকার হয়ে পড়েন। বিষয়গুলো অনুধাবন করে গত দুই বছর সুগার মিল চালুর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে এই কমিটির সদস্যরা। অবশেষে কুষ্টিয়া সুগার মিল চালুর আন্দোলন আরো জোরদার করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের বিপক্ষে প্রকাশ্যে বিভিন্ন বাধা অতিক্রম করে গত ২৩ জানুয়ারি “কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা” কমিটি আত্মপ্রকাশ করে। কমিটির নেতৃবৃন্দ সুগার মিল আধুনিকায়ন, রক্ষা ও আঁখ মাড়াই কার্যক্রম চালু করতে মানববন্ধন, কুষ্টিয়া সুগার মিলকে অন্য কোম্পানির কাছে হস্তান্তর করার পরিকল্পনার সময় বিভিন্ন প্রোগ্রাম ও পত্র পত্রিকায় লেখার মাধ্যমে বাঁধা প্রদান, আঁখ চাষীদের বিভিন্ন সমস্যা নিয়ে কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের সাথে আলাপ আলোচনা মাধ্যমে সমাধান, স্মারকলিপি প্রদান, জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার পত্র বিতরণসহ নানা ধরনের প্রোগ্রাম করা হয়।
এই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী আহমেদ, নাব্বির আল নাফিজ, দপ্তর সম্পাদক আমিন হাসান, সদস্য মকসুদ আহমেদ মনি, মোখলেছুর রহমান দুলাল, জহুরুল ইসলাম, সায়েম আহমেদ, রুমন ইসলাম, লাল মোহাম্মদ জুয়েল প্রমুখ।