Pathikrit Most Popular Online NewsPaper

    আরিফুর রহমানের ফাইল ফটো

    কুষ্টিয়া অফিস:

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী শেখ আরিফুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে আরিফুর রহমানের মিরপুর থানা সড়কে অবস্থিত অফিস কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামারুল আরেফিনকে সমর্থন দেন।

    আরিফুর রহমান বলেন, ‘নির্বাচনে অংশ নিয়ে আমি দুই উপজেলায় ছুটে বেড়িয়েছি। নির্বাচন করার ভালো পরিকল্পনা ছিল। কিন্তু আমি নতুন দল (বিএনএম) থেকে কোনো সহযোগিতা পায়নি। দল যেভাবে বলেছিল, সেটা দলের জায়গা থেকে রাখতে পারেনি। সরে দাঁড়ানোর বিষয়টি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দল জানতে পারবে, অফিশিয়ালিও দলকে জানাব।’

    সংবাদ সম্মেলনে আরিফুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনের স্ত্রী দিশা আরেফিন আমার ফুপাতো বোনের মেয়ে। তাই মেয়ের জামাই (জামাতা) কামারুল আরেফিনের ট্রাক প্রতীকে সমর্থন জানাচ্ছি। কারণ তিনি আমার পরিবারেরই সদস্য। তিনি আমার উপজেলারই বাসিন্দা। এই উপজেলা থেকেই এবার সংসদ সদস্য নির্বাচিত হোক। আমাকে যারা ভালোবাসে, তারা সবাই কামারুলকে ভোট দেবে।’

    আরিফুর রহমানের ভাষ্য, এর আগে তিনি মিরপুর পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই নির্বাচনে তাঁকে মারধর করে হারানো হয়েছিল। স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে তিনি সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। ভবিষ্যতে তিনি মিরপুর পৌরসভা নির্বাচন করবেন, এ জন্য প্রস্তুতি নিচ্ছেন।

    গত মঙ্গলবার এই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী সরদার মো. মুসতানজীদ পারিবারিক কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। বর্তমানে এ আসনে ভোটের মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী ইফতেখার মাহমুদ (মোড়া প্রতীক), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ফারুকী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন (ট্রাক), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী বাবুল আক্তার (চেয়ার), স্বতন্ত্র প্রার্থী রুবেল পারভেজ (ঈগল) ও ১৪ দলের প্রার্থী হাসানুল হক ইনু (নৌকা)।

    Spread the love