Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া সুগার মিলস্ লিঃ খোলার দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপু

    কুষ্টিয়া প্রতিনিধি: 
    কুষ্টিয়া সুগার মিল চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপু। রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সুগার মিলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ।

    এসময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, পতিত আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার ২০২০ সালে কুষ্টিয়া সুগার মিল স্থগিত করেছে। স্থগিত এই সুগার মিল অবিলম্বে চালু করা হবে।
    এ সময় তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনার কারণে কুষ্টিয়া সুগার মিলের কার্যক্রম স্থগিত করায় অত্র এলাকার মানুষ ও আখ চাষিরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই এই এলাকার সুগার মিল চালু এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
    এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া সুগার মিলের সিবিএ সাবেক সভাপতি নিজামুল হক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিথুন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিপন।
    এসময় মানববন্ধনে ১৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রায়হান, মোকাম, ছাত্রদল নেতা রুবেল, ইমন, সাদ্দাম হোসেন জীবন, সিয়াম, মনোয়ার সহ শ্রমিক ও আখ চাষীরা অংশ নেয়।

    Spread the love