Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি :

    কুষ্টিয়ায় জেলা বিএনপির আহবায়ক কমিটিতে মূল্যায়ন করা হয়নি ত্যাগী ও দলের দুর্দিনের নেতা কর্মীদের। অযোগ্য, সুবিধাভোগী ও টাকা ওয়ালাদের যায়গা করে দেওয়া হয়েছে বর্তমান কমিটিতে, এমন আলোচনা এখন জেলার সর্ব মহলে। এতে করে দলের ভাব মূর্তি নষ্ট ও সাংগঠনিক কর্মকাণ্ড ব্যাহত হবে বলে মনে করেন দলটির দুর্দিনের কর্মীরা।

    বর্তমান কমিটিতে দুর্দিনে দলের হাল ধরা অনেক নেতাকর্মীদের যায়গা হয়নি এবং একপেষে ও অযোগ্যদের অন্তর্ভুক্ত করে কমিটি করা হয়েছে, এসব হাইব্রিড নেতাদের বাদ দেওয়ার দাবিতে ও দুর্দিনে দলের পাশে থেকে দলের জন্য যারা ত্যাগ শিকার করেছে তাদের অন্তর্ভুক্ত করতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১১ নভেম্বর) বেলা সারে তিনটার সময় শহরের বড় বাজার রেলগেট থেকে বিএনপি নেতা মহিউদ্দিন মিলন চৌধুরী নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে কুষ্টিয়া একতারা মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ হয়।

    এ সময় মিলন চৌধুরীর সমর্থিত নেতা কর্মীরা বলেন, যারা কখনো জেল, জুলুমের শিকার হয়নি, দলের পক্ষে মিছিল সমাবেশে পাওয়া যায়নি, এমনকি হাসিনার সরকারের সময় কুষ্টিয়াতে পাওয়া যায়নি তাদেরকে নিয়ে কমিটি সাজানো হয়েছে। আর যারা দীর্ঘ ১৭ বছর হাসিনা সরকারের নির্যাতনে জর্জরিত, দলের জন্য জীবনের অর্ধেক সময় জেলখানায় কাটিয়েছে তাদেরকে বাদ রেখেছে, অবিলম্বে এই ধরনের ত্যাগী নেতাকর্মীদের দলে জায়গা দিয়ে হাইব্রিড নেতাদের দল থেকে বাদ দিতে হবে অন্যথায় বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।

    মিছিল শেষে মিলন চৌধুরী বলেন, বর্তমান কমিটিতে অযোগ্য ও অনাকাঙ্ক্ষিত কিছু ব্যক্তি প্রবেশ করেছে, এবং ত্যাগীদের জায়গা হয়নি, ৩১ সদস্যের কমিটি বৃদ্ধি করে ত্যাগীদের জায়গা দিতে হবে এবং অযোগ্যদের বাতিল করতে হবে, তা না হলে পরিস্থিতির উপর নির্ভর করে সামনে কর্মসূচি দেওয়া হবে।

    মহিউদ্দিন মিলন চৌধুরী সদ্য সাবেক জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র।আওয়ামী ফ্যাসিবাদের সরকারের আমলে ছিলেন বাড়ি ছাড়া, নির্যাতন, অত্যাচার ও প্রশাসনের চাপকে উপেক্ষা করে বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে ছিলেন রাজপথে, হাসিনার সরকারের সময় মিলন চৌধুরীকে ৮-১০ বার জেলে যেতে হয়েছে। ৫ আগষ্ট এর আগে ছাত্র জনতার আন্দোলনে তার কর্মীদের নিয়ে স্ব-শরীরে যোগ দিতে দেখা যায়।

    উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    তারপর থেকেই বর্তমান কমিটি নিয়ে সমালোচনা ঝড় উঠেছে জেলায়।

    Spread the love