Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক আসামি সাব্বির ইসলাম (২৪)কে সাদ্দাম বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।গ্রেপ্তারকৃত সাব্বির ইসলাম কুষ্টিয়া পৌর এলাকার ত্রিমহনী ক্যানেল পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। ১৫ ডিসেম্বর দূপুরে জেলা শহরের সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেহাবুর রহমান শিহাব। ৫ আগষ্ট সরকার পতনের পর গত ৭ আগস্ট দূপুরে জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৯৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে । এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ডিসেম্বর দুপুরে কুষ্টিয়া জেলা শহরের সাদ্দাম বাজার এলাকায় এএসআই গোলাম আক্তার ও শেখ শাহীন অভিযান চালিয়ে জেল পলাতক আসামি সাব্বির ইসলাম (২৪)’কে গ্রেপ্তার করেন।কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেহাবুর রহমান শিহাব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭ আগস্টের জেল থেকে পালানো আসামিদের গ্রেফতার করতে পুলিশ বিশেষ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সাদ্দাম বাজার এলাকা অভিযান চালিয়ে তিনটি মামলার আসামি সাব্বির ইসলামকে গ্রেফতার করা হয়।কুুষ্টিয়া জেল সুপার আব্দুর রহিম প্রতিবেদককে মুঠোফোনে জানান, পুলিশ এধরনের কোন রিপোর্ট করেনি বা আসামী দেয়নি। এপর্যন্ত কতজন জেল পলাতক আসামি গ্রেফতার হয়েছেন সেবিষয়ে জেল সুপার কোন তথ্য দিতে পারেনি। তবে ১০৫ জন আসামি পালিয়েছিলেন বলে জানান তিনি।

    Spread the love