আশরাফুল আলমঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট উছেন মে।
সোমবার (১৯ শে ফেব্রুয়ারী) বিকালে এ অভিযান পরিচালনা করেন তিনি। সে সময় পৌর এলাকার সলেমানপুর গ্রামের শ্যামাপদ সাহার ছেলে চাউল ব্যাবসায়ী মধুসূদন সাহা (৪৮) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কোটচাঁদপুর পৌর শহরেরে দুধসারা রোডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাউল পাটজাত মোড়কের ব্যবহার না করে পিপি মোড়কের ব্যবহার করায় যা পন্য পাটজাত মোরকের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারা মতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই সময় তিনি আরো কিছু দোকানে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করেন। দোকানিদের বিভিন্ন বিষয়ে সচেতনও করেন তিনি। অভিযানে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুল বাকি সহ মডেল থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।