নিজস্ব প্রতিবেদকঃ
গভীর রাতে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে গিয়ে সেহেরি বিতরণ করেছেন কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান লিংকন।
শুক্রবার দিবাগত গভীর রাতে সড়কে ঘুরে ঘুরে সেহেরি বিতরণ করেন লিংকন ও তার সহযোগীরা।
এসময় লিংকন পথচারী ও ছিন্নমূল মানুষের পাশে গিয়ে সেহেরি দেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চান।দুই শতাধিক মানুষের মাঝে এই সেহেরি বিতরণ করা হয়।
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য, প্রতিবারের ন্যায় এবারও সোহানুর রহমান লিংকন সেহেরি বিতরণ করেছেন।