Pathikrit Most Popular Online NewsPaper

    প্রতীকী ছবি

    কুমারখালী প্রতিনিধিঃ

    কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের ২ বছরের মাথায় গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে নন্দলালপুর ইউনিয়নের জোলা পাড়ায় নিহতের স্বামীর বাড়িতে ঘটনাটি ঘটেছে। স্বামীর পরিবারের লোকজন ঐ গৃহবধূকে হত্যা করে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা প্রমাণের চেষ্টা করছে বলে গৃহবধূর বাবা দাবী করেন।

    নিহত বিনা খাতুন (২৩) যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ও নন্দলালপুর ইউনিয়নের জোলা পাড়ার আমিন হোসেনের স্ত্রী।

    নিহত গৃহবধূর বাবা বিল্লাল হোসেন জানান, প্রায় দু-বছর আগে নন্দলালপুর জোলা পাড়ার মুফাজ্জেল হোসেনের ছেলে আমিন হোসেনের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সাংসারিক জীবনে অশান্তির কারণে ১ বছরের মাথায় বিনা খাতুন ৭ মাসের ছেলে সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে আসে। বাবার বাড়ি অবস্থানকালে চলতি মাসের ১০ তারিখে বিনাকে তার শশুড় মুফাজ্জেল হোসেন নন্দলালপুর নিয়ে যায়। পরবর্তীতে বুধবার সকাল ১০ টায় তার মেয়েকে পরিবারের সকলে মিলে পিটিয়ে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা প্রমাণের চেষ্টা করে।

    তিনি আরো জানান, তার মেয়েকে মৃত অবস্থায় শাশুড়ী মুক্তা খাতুন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে বিনার শশুড় বাড়ির সবাই পলাতক রয়েছে বলে জানান তিনি। তার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার।

    কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Spread the love