Pathikrit Most Popular Online NewsPaper

    আব্দুর রশিদের ফাইল ছবি

     

    নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের চাল সিন্ডিকেটের অন্যতম হোতা চাল রশিদকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

    শনিবার বিকেলে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ সিহাবুর রহমান।

    রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রশিদের বিরুদ্ধে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকার একটি মামলা করেছিলেন তিনি। ওই আবেদনে বলা হয়, আসামি তার ব্যাংক হিসাবে আমার কাছ থেকে ১,৩৩,৬৪,৮৬৭ টাকা অগ্রিম নিয়ে মৎস্য খাদ্যের কাঁচামাল DORB (de oiled rice bran) কিংবা টাকা কোনোটাই দিচ্ছেন না। গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মহামান্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

    আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি ও রশিদ এগ্রো ফুড প্রডাক্টস লিমিটেডের মালিক।

    কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, আব্দুর রশিদের বিরুদ্ধে সিআর ৬৪৩/২৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ (শনিবার) তাকে শহর থেকে গ্রেপ্তার করা হয়। সে পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

    জানা যায়, আব্দুর রশিদ সারা দেশের চাল সিন্ডিকেটের প্রধান। তার ইশারায় চালের দাম উঠানামা করত। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়।

    Spread the love