ঝিনাইদহ প্রতিনিধি:
“বৃক্ষরোপণ করি, সবুজ-সুন্দর আগামী গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি, খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা শহরের উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এস.ডি.জি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন বৃক্ষরোপণ কর্মসূচি, খাবার পানি ও স্যালাইন বিতরণ করে। জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিন তানভীর অঙ্কন, ছাত্রলীগ কর্মী বিনয় কুমার, সোহান হোসেন, জাহিদুল ইসলাম, রুবেল হোসেন, মিঠুন, শাহরিয়ার সাজ, হৃদয় রহমান ও সোহেলুর রহমান সজীব সহ জেলা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন। সেসময় উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে আমের চারা রোপন করেন। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে পথচারী, ভ্যান চালক, রিকশা চালক, ইজিবাইক চালকসহ ৫ শতাধিক মানুষের মাঝে ক্যাপ, খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।