Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপু এবং পরিচালনা করেন সদস্য সচিব এ্যাড. বুলবুল আহমেদ লিটন।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি এ্যাড. মাহাতাবউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দায়রা জজ আদালতের পিপি এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম।

    এছাড়াও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. হাজী আবদুল মজিদ, দুদকের পিপি এ্যাড. আব্দুল মান্নাফ এবং কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এস এম সাতিল মাহমুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুল ইসলাম মুনীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. হাসিনা মাহমুদা সিদ্দিকা, যুগ্ম আহ্বায়ক এ্যাড. নুরুল ইসলাম ও এ্যাড. রেজাউল করিম।

    সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ফোরাম দেশের আইনি পেশাজীবীদের অধিকার ও জনগণের ন্যায়বিচার নিশ্চিতে কাজ করে যাবে।

    Spread the love