Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধিঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া কোর্ট স্টেশন জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মিলাদ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির অসুস্থ নেতা কর্মীদের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    উক্ত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য বশিরুল আলম চাঁদ, জাহিদুল ইসলাম বিপ্লব, এ কে বিশ্বাস বাবু, আল আমিন রানা (কানাই), জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, আব্দুল মাজেদ, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মসজিদের মুসুল্লিরা।

    মিলাদ মাহফিল শেষে মসজিদের সামনে তবারক বিতরণ করা হয়।

    Spread the love