Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    ঝিনাইদহে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে পৌরসভার কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানকালে উপস্থিত ছিলেন সওজ নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ- বিভাগীয় প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, সহকারী প্রকৌশলী স্বজন ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসান আল মামুন, রাকিব আহমেদ, সার্ভেয়ার মো. সোহেল রানা, র‍্যাব, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা।

    সওজ সূত্রে জানা যায়, কাঞ্চনপুর মৌজায় অধিগ্রহণ করা ১৩১ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও যানবাহন পার্কিং করে আসছিল। স্থাপনা অপসারণের জন্য নোটিশ, পত্রিকায় গণবিজ্ঞপ্তি ও মাইকিং করা হলেও দখলদাররা জমি ছাড়েনি। শেষ পর্যন্ত জেলা প্রশাসনের সহযোগিতায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

    এ বিষয়ে সওজ নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, “সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জায়গায় দীর্ঘদিন ধরে ট্রাক টার্মিনাল গড়ে উঠেছিল। বিভিন্ন সময় উচ্ছেদ করা হলেও পুনরায় দখল হয়ে যেত। আমরা নোটিশ, গণবিজ্ঞপ্তি ও মাইকিং করেছি। আজ জেলা প্রশাসনের সহযোগিতায় সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে সফল হয়েছি।”

    দীর্ঘদিন দখল থাকা জমি পুনরুদ্ধারে এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

    Spread the love