নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের
সুলতানপুর মাহ্তাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ত্রুীড়া শিক্ষক ফজলে নূর ডিকো ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে। টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করায় বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সুলতানপুর মাহ্তাবিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৬ জন শিক্ষার্থীর হাতে এই বাইসাইকেল তুলে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানপুর মাহ্তাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন। আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আব্দুল রশিদ বিশ্বাস, ক্রীড়া শিক্ষক ফজলে নূর ডিকো প্রমূখ।
নামাজ আদায়কারীদের সাইকেল বিতরণের আর্থিক সহযোগিতা করেন কুমারখালীর বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুস সাত্তার মোঃ রাসেল। এছাড়াও ইতিপূর্বে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের বাছাই করে নগদ অর্থ ও বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে বলে জানা যায়।
এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, এমন উদ্যোগে শিক্ষার্থীরা নামাজের উপর উৎসাহিত হচ্ছে।