আশরাফুল আলমঃ
ঝিনাইদহের শৈলকুপাতে রাতের আধারে এক কৃষকের ক্ষেতের কলা কেঁটে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই কৃষকের নাম বদিউজ্জামাল বলয়। তিনি মথুরাপুর গ্রামের মো. আলামগীর হোসেনের ছেলে।
জানা যায়, ভুক্তভোগী কৃষকের ২৮ শতকের জমিতে আনুমানিক ৩০০ কলা গাছ রয়েছে। তার মধ্যে ৪০টি কলা গাছের কলার কাঁধ কেঁটে দেয় দূর্বৃত্তরা।
ভুক্তভোগীর অভিযোগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুক্তভোগী স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থীর সমর্থক ছিলেন। ট্রাকের সমর্থক হওয়ায় বিভিন্ন সময় তিনি নানাভাবে হুমকি ধামকির শিকার হচ্ছিলেন। এরই প্রেক্ষিতে এ ঘটনা।
ভুক্তভোগী কৃষক বদিউজ্জামাল বলয় জানান, আমার ২৮ শতক জমিতে আনুমানিক ৩০০ কলাগাছ ছিল। তার মধ্যে থেকে ৪০ টি কলার কাঁধ রাতের আধারে কে বা কারা কেঁটে জমিতে রেখে গেছে। আমার কারোও সাথে পূর্ব শত্রুতা নেই। তবে নির্বাচনের সময় ট্রাকের সমর্থন নেওয়ায় আমার অপরাধ। তারপর থেকে আমি বিভিন্নভাবে হুমকি-ধামকির সম্মুখীন হচ্ছি। আমার ধারণা কে বা কারা এরই জের ধরে কলা কেঁটে দিয়েছে।
তিনি আরোও জানান, আমি এ বিষয়ে সবার সাথে আলোচনা করছি। থানায় এখনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আলাপ আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।