Pathikrit Most Popular Online NewsPaper

    ছবিঃ প্রতীকী

    দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ

    কুষ্টিয়ার দৌলতপুরে পরিবারের ছোটদের ঝামেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের বড়রা সংঘর্ষে জড়িয়েছেন। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়েছেন আরফাত হোসেন(৫৫) নামের একজন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি এলাকায় বৃহস্পতিবার রাতে মন্ডল ও দফাদার গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

    এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক রাকিবুল হাসান।

    আহত আরফাত হোসেন(৫৫) ওই গ্রামের মৃত জামাল দফাদারের ছেলে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন, ওই ইউনিয়নের ৪ নাম্বার ওয়াডের ইউপি সদস্য মনিরুল ইসলাম।

    গ্রেপ্তারকৃতরা হলেন, ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাজিদ হাসান জাপান (৩৫), আহাত আলীর ছেলে রনি হোসেন (২৪), মৃত ইবাত মন্ডলের ছেলে ছিদ্দিক মন্ডল (৪৫) ও নাজিমুদ্দিন দফাদারের ছেলে পানজু দফাদার (৪০) ।

    এবিষয়ে মামলার বাদি দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক দীপঙ্কর দাস বলেন, পরিবারের ছোটদের ঝামেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের বড়রা সংঘর্ষে জড়িয়েছেন। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ ২৫ থেকে ৩০ জনকে অঙ্গাত আসামী করে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বোমা বিস্ফোরণের আলামতসহ দেশিও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    Spread the love