নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া পৌরসভায় নারীর উদ্যোক্তা ইউনিয়ন (নাউই) এর আয়োজনে ৬ দিনের উদ্যোক্তা ও পণ্য মেলার পঞ্চম দিনে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন সেরা উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়।
গতকাল বিকালে এ পুরস্কার বিতরণ করা হয়। ৪৪ টি স্টল এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে তিন জন সেরা উদ্যোক্তার স্টল বাছাই করেন বিচারক বৃন্দ। নিজস্ব পণ্য ও সেরা স্টলের ১ম পুরস্কার প্রদান করা হয় রাকিব মামার ঝাল মুড়ি, দ্বিতীয় রাইসা কেক হাউজ ও তৃতীয় ফিমেল কালেকশন। পুরস্কার বিতরণীতে উপস্থিত থেকে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন দৈনিক কৃষি কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ, দৈনিক সূত্রপাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল হাসান, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, গাজী টিভির কুষ্টিয়া প্রতিনিধি কাজি সাইফুল, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি আমিন হাসান, দৈনিক শিকল পত্রিকার মফস্বল সম্পাদক রাসেল হাসান, দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার মিরাজুল ইসলাম ও আব্দুস সালাম।
উল্লেখ্য নারী উদ্যোক্তা ইউনিয়ন (নাউই) এর উদ্যোক্তা ও পণ্যমেলা-২০২৪, ১১ই ডিসেম্বর শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ১৬ই ডিসেম্বর।