Pathikrit Most Popular Online NewsPaper

    আসলাম মিয়া (৫০) একজন শারিরীক প্রতিবন্ধী। তিনি চলতি মাসের ০৫ তারিখ সকাল ১০:০০ টার দিকে কুষ্টিয়া শহরের পূ্র্ব মজমপুর এলাকার ভাড়া বাসা থেকে ত্রিমোহনী বাইপাস এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময়ে তাঁর পরনে ছিলো নীল রঙের গেঞ্জি ও ট্রাউজার। তাঁর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, গায়ের রঙ কালো,মুখমন্ডল মাঝারি, গড়ন হালকা পাতলা। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে তাঁর স্ত্রী লিলি কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-১৭২৪,তারিখ: ২৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ।
    কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা ও তাঁর পরিবারকে অবহিত করার জন্য বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে। পরিবারের যোগাযোগ নম্বর:০১৭৩৫৪৮৬৩৬৭।

    Spread the love