Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১০ নভেম্বর) দুপুরে বিআরটিএ কুষ্টিয়া সার্কেল ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার যৌথ উদ্যোগে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শাহজালাল এবং পরিচালনা করেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা বরুন কুমার বিশ্বাস।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।

    সভায় বক্তব্য রাখেন শাহজালাল, শাহারিয়া ইমন রুবেল, বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক সাজিদ শাহারিয়া ফাহিম, বিদ্যালয়ের শিক্ষক আব্বাস আলী, আশরাফ আলী, ইসরাফিল হক এবং নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন।

    শিক্ষক শাহজালাল বলেন, “১৮ বছরের কম বয়সী কেউ মোটরসাইকেল চালাবে না। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। সড়ক পারাপারের সময় তাড়াহুড়া না করে ডানে-বামে দেখে পার হোন। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।”

    প্রধান অতিথি শাহারিয়া ইমন রুবেল বলেন,“নিরাপদ সড়ক আমাদের অধিকার। নিরাপদ সড়ক গড়তে সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে। সড়ক আইন সম্পর্কে জানতে হবে এবং মেনে চলতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে এখন থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের ছোট ছোট সচেতনতা বড় দুর্ঘটনা রোধ করতে পারে।”

    বিশেষ অতিথি সাজিদ শাহারিয়া ফাহিম বলেন,“সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই। দুর্ঘটনায় নিহত বা আহতদের পরিবার ৩০ দিনের মধ্যে বিআরটিএ-তে আবেদন করলে সরকারি সহায়তা পায়— নিহতের পরিবারকে ৫ লাখ, গুরুতর আহতকে ৩ লাখ এবং সাধারণ আহতকে ১ লাখ টাকা প্রদান করা হয়।”

    অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে সড়ক নিরাপত্তা সম্পর্কে দিকনির্দেশনা ও তথ্য গ্রহণ করে। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

    Spread the love