Pathikrit Most Popular Online NewsPaper

    কুমারখালী (কুষ্টিয়া)প্রতিনিধিঃ

    কুষ্টিয়ার খোকসায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হয়েছেন নৌকার সমর্থক ইউপি সদস্য সহ ৪ জন। বুধবার ৮ টার দিকে খোকসা জয়ন্তীহাজরা ইউনিয়ন এর মহিশাবাতান গ্রামে ট্রাকের  সমর্থকরা ইউপি সদস্য সহ ৪ জনের বাড়িতে হামলা ও লুটপাট করেছে বলে জানা গেছে।

    ভুক্তভোগী জয়ন্তীহাজরা ইউনিয়ন এর ২নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক জানান, বুধবার আনুমানিক রাত ৮ টার দিকে একই এলাকার মিজান এর বাড়িতে হামলা হয়েছে উল্লেখ করে মাইকে এলাকার লোকজন ডেকে জড়ো করে আরিফুল ইসলাম নয়ন। পরবর্তীতে নয়নের নেতৃত্বে মিজান সহ প্রায় ১ থেকে দেড়শত লোক তার বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর ও গোয়ালে রাখা গরু সহ সবকিছু লুটপাট করে নিয়ে যায়। 

    তিনি আরো জানান, তার বাড়িতে ভাংচুর করার পর মহিষাবাতান ও রাধানগর গ্রামের আরো ৩ বাড়িতে একই ঘটনা ঘটায় ট্রাকের সমর্থকরা। নৌকার নির্বাচন করার অপরাধে ট্রাকের সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়েছে বলে জানান তিনি। 

    খোকসা থানার ওসি আননূর জায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ বিষয়ে রাতেই খোকসা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

    Spread the love