নিজস্ব প্রতিবেদকঃ
নির্বাচন পিছিয়ে দিলে দেশের অবস্থা ভালো হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
বুধবার সকালে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণনাঢ্য র্যালির পূর্বে কুষ্টিয়া বিজয় উল্লাসে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করে তিনি।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, কেয়ারটেকার সরকার চাচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে। নির্বাচন পিছিয়ে দিলে দেশের অবস্থা ভালো হবে না। এসময় তিনি বলেন, যত শীঘ্রই সম্ভব নির্বাচন দিয়ে আপনারা ঘরে যান। ইনশাআল্লাহ নির্বাচনে বিএনপির জয়ী হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের সকল অরাজকতা দূর হবে বলেও মন্তব্য করেন তিনি।
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ও সদস্য এ্যাড গোলাম মোহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহবায়ক বশিরুল আলম চাঁদ, সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি আল আমিন রানা (কানাই), সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়।