কুষ্টিয়া অফিসঃ
আজ ১৬ ডিসেম্বর, অবিস্মরণীয় বীরত্বগাথা ও গৌরবময় দিন। ৫২ পেরিয়ে ৫৩’তে পদার্পণ করা বাংলাদেশের মহান বিজয় দিবস আজ। বাতাসে ভাসমান মুক্তিকামী মানুষের লাশের গন্ধ আর রক্তস্রোত বেয়ে গণতন্ত্রের চেতনা পূর্ণতা পেয়েছিল এইদিনে। রুদ্ধশ্বাসে যুদ্ধ করে বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলার মুক্তিকামী মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীকে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিনিয়ে নিয়েছিল বিজয়ের লাল-সবুজের পতাকা। অর্জিত হয়েছিল বাঙালির পূর্ণ বিজয়। সেই থেকে প্রতি বছর বাংলাদেশের মানুষ মহান বিজয় দিবস হিসাবে দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান বিজয় দিবস উদযাপন করেছেন। এ উপলক্ষ্যে সংগঠনটির নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি ও কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে যথাযোগ্য মর্যাদায় পুষ্প স্তবক অর্পণ করেন। এসময় তাঁরা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান রুবেল ও ফরহাদ হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, প্রচার সম্পাদক আশরাফ, নির্বাহী সদস্য খন্দকার সোহেল টানু, আব্দুস সালাম,কামাল হোসেন ও নাজমুল হক প্রমুখ।