Pathikrit Most Popular Online NewsPaper

    শৈলকূপা প্রতিনিধিঃ

    নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের তিন সমর্থকের বিরুদ্ধে মামলার নির্দেশনা প্রদান করেছেন ইসি। সোমবার (০১ জানুয়ারী) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

    জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭(১) (ক) এর বিধান লঙ্ঘনের দায়ে উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১০(চ) এর অধীনে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের নির্দেশনা দেওয়া হয়।

    নির্দেশনায় বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সংসদীয় আসন-৮১, ঝিনাইদহ-১ নির্বাচনি এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব মোঃ আব্দুল হাই এর সমর্থক শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকু শিকদার ও শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা সহ অন্যান্যগণ উক্ত ইউনিয়নের কোথাও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের কোন পোস্টার মারতে দিচ্ছেন না এবং কোনো প্রচারণার মাইক প্রবেশ করতে দিচ্ছেন না মর্মে অভিযোগসহ ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রার্থী জনাব মোঃ আব্দুল হাই এর পক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিতরণের জন্য ২৫০ প্যাকেট বিরিয়ানি বর্ণিত ইকু শিকদার এর বাড়ি থেকে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি কর্তৃক জব্দ করা হয়। ফলে, উক্ত সমর্থকগণ ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর অনুচ্ছেদ ৭৭(১) (ক) এবং ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর বিধি ১০(চ) এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।

    এমতাবস্থায়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭(১) (ক) এর বিধান লঙ্ঘনের দায়ে উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১০(চ) এর অধীনে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ে অভিযোগকারী নির্বাচন অফিসারকে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য বলা হয়েছে।

    Spread the love