Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকা ও জাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষবিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৫ টার দিকে কুুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউউনিয়নের ঝাউদিয়া বাজারে এ বৃক্ষবিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।পরিবেশীয় ভারসাম্য রক্ষা,কার্বন নিঃসরণের হার নিয়ন্ত্রণ ও অনুকূল তাপমাত্রা বজায় রাখতে সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকা ও জাহিদ ফাউন্ডেশন সম্মিলিতভাবে উদ্যোগী হয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের সিদ্ধান্ত গ্রহণ।

    একইসাথে এলাকার সাধারণ মানুষের মাঝে উৎসাহ ছড়িয়ে দিতে সরাসরি নিজেরা রোপণ না করে এলাকার বাসীর হাতে গাছের চারা দিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর হাতের এই চারা একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়ে ফুল, ফল ও ছায়া দিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে বলে আশাবাদী সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকা ও জাহিদ ফাউন্ডেশন কর্তৃপক্ষ। বৃক্ষবিতরণ কর্মসূচিতে সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম জাহিদ।অনুষ্ঠানটি সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ইবি থানা প্রতিনিধি তুহিন ইসলাম উপস্থাপনা ও পরিচালনা করেন।এসময় উপস্থিত ছিলেন ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম কিবরিয়ার, ঝাউদিয়া মহাবিদ্যালয়ের প্রভাষক সৈয়দ কামরুজ্জামান লাভলু, সাপ্তাহিক পত্রিকার বার্তা সম্পাদক আব্দুস সালাম, স্থানীয় বিএনপি নেতা সাইদুর রহমান, মিনহাজুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    Spread the love