Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন শহর গড়তে কুষ্টিয়ায় কাজ করে যাচ্ছে পলিন ফাউন্ডেশন (রেজিঃ নং- কুষ্টিয়া ৯৫১/২০১১)। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে ফাউন্ডেশনের উদ্যোগে নতুন ডাস্টবিন নির্মাণ করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি যুবায়েদ রিপন, পলিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য শাহারিয়া ইমন রুবেলসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন এলাকাবাসীর উদ্দেশে বলেন—“যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। এতে পরিবেশ রক্ষা হবে এবং শহর থাকবে পরিষ্কার-পরিচ্ছন্ন। আগামীতে কুষ্টিয়া পৌরসভার সবগুলো ২১টি ওয়ার্ডেই এভাবে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান তৈরি করা হবে।”

    এ্যাড. শামিম উল হাসান অপু বলেন—“পরিবেশ রক্ষায় পলিন ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয়। এলাকাবাসী সচেতন হলে কুষ্টিয়া শহর আরও পরিচ্ছন্ন থাকবে।”

    পৌরসভার নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেন—“পৌরসভা প্রতিনিয়ত এখানকার ময়লা অপসারণ করবে। সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে শহরকে সুন্দরভাবে সাজানো সম্ভব।”

    কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি যুবায়েদ রিপন বলেন—“আমার মরহুম পিতার হাতেগড়া পলিন ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমি ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

    Spread the love