Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    কুষ্টিয়ায় এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলেছে কিছু কৃষক পরিবার।অভিযুক্ত পল্লী চিকিৎসকের বাড়ী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মনোহরদিয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মজিবার মন্ডলের ছেলে পল্লী চিকিৎসক কাওছার মন্ডল।অভিযোগকারীরা তার একই গ্রামের কিতাব্দি মন্ডলের ছেলে আবু তাহের বিল্টু ও শাহজুদ্দীনের ছেলে মোঃ আনোয়ার মন্ডল।

    অভিযোগকারাীরা বলেন, পল্লী চিকিৎসকার আড়ালে কাওছার মন্ডল স্থানীয় চেয়ারম্যানের সাথে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বেশ কিছু জায়গা জমি তিনি জোরপূর্বক দখল করে আসছে সে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও স্থানীয় চেয়ারম্যান জহুরুলের সাথে ঘনিষ্ঠতা থাকায় এলাকায় তার বিরুদ্ধে কেও কথা বলতে সাহস পাই না। এই বিষয়ে অভিযোগকারী মো আনোয়ারের স্ত্রী মমতাজ বলেন, কাওছার তার গুন্ডা বাহিনী দিয়ে আমার বাড়ীর জায়গা জোরপূর্বক দখল করে সে রাস্তা তৈরি করে এতে আমার ছেলেরা বাধা দিলে তাদের উপর হামলা করে আবার সেই মামলা দায়ের করেছে। এছাড়াও আবু তাহের বেল্টু বলেন, আমাদের জমির দলিল পত্রাদি সব থাকা সত্বেও কাওছার জোরপূর্বক আমাদের ২ শতক জমি দখল করে সে রাস্তা তৈরি করেছে। রাস্তার কাজে বাধা দিতে গেলে সে আমার স্ত্রীসহ, আমাদের প্রতিবেশী, হেলাল, ফারুক ও ডালিয়া নামে গৃহবধূকে মেরে রক্তাক্ত করে। সেই আবার উল্টো আমাদের নামে মামলা করছে। আমরা আমাদের জমি এবং তার সুষ্ঠ বিচারের আশা করছি। এই বিষয়ে অভিযুক্ত পল্লী চিকিৎসক কাওছারের সাথে যোগাযোগ করতে তার বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি।

    Spread the love