নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া ইবি থানার বিষ্ণুদিয়া গ্রামে সহিংসতা প্রতিহত করতে যেয়ে পুলিশের পিকআপ ভ্যানের চাবি চুরির ঘটনা ঘটেছে। অদ্য শুক্রবার (১ মার্চ) সকাল ৯ ঘটিকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুদিয়া গ্রামের অবেদের মোড়ের আনারুল ইসলাম বাড়ীর জায়গা জমি নিয়ে পাশের বাড়ির স্বপন আলীর সাথে বাকবিতন্ডা একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে। সেসময় স্থানীয় মেম্বার নাজমুল ইসলাম তার বোরজ থেকে পান ভেঙ্গে বাজারে যাওয়ার পথে মারামারি দেখতে পেয়ে তা প্রতিহত করার চেষ্টা করে ও থানা পুলিশকে জানান। এসময় মেম্বারের প্রতিপক্ষ ১১ নং আব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরব আলীর লোকজন হঠাৎ মেম্বারকে অতর্কিত হামলা করে। ঘটনাস্থলের পাশের বাড়ির লাল্টুর পরিবারের সদস্যরা মেম্বারকে হামলা থেকে বাঁচাতে এক ঘরের মধ্যে আটকে রাখে। তারপরও তারা দুইবার আক্রমণ চালালে ঘটনাস্থলে ইবি থানা পুলিশের জরুরি টিম পৌঁছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং ঐ বাড়ি থেকে মেম্বারকে উদ্ধার করে। এসময় পুলিশ সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানের ড্রাইভার জাহাঙ্গীর আলম ফিরে এসে দেখে পিকআপ ভ্যানের চাবি দুর্বিত্তরা চুরি করে নিয়েছে। পরে সেখানে থাকা দায়িত্বরত পুলিশ অফিসার এসআই লাইয়েকুজ্জামানকে জানালে তিনি ঘটনাস্থলে জরুরী অবস্থা জারি করে। পরে কে বা কাহারা পিকআপ ভ্যানের নিচে চাবিটি ফেলে রেখে যায়।
এবিষয়ে এসআই লাইয়েকুজ্জামান জানান, সহিংসতা প্রতিহতের সময় পুলিশের পিকআপ ভ্যানের চাবি কে বা কাহারা চুরি করে নেয়। পরে আমরা ঘটনাস্থলে জনসাধারণের চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি করলে কে বা কাহারা পিকআপ ভ্যানের নিচে চাবিটি ফেলে যায়।