নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টুকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
আজ (সোমবার) সকাল সাড়ে ১১ টার দিকে ইউনিয়ন পরিষদে তার নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, প্রতিদিনের মত আজও চেয়ারম্যান সেন্টু তার নিজ কার্যালয়ে বসে কাজ করছিলেন। হঠাৎ সকাল সাড়ে ১১ টার দিকে ৫-৬ জন অস্ত্রধারী দূর্বৃত্ত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করে সেন্টু চেয়ারম্যানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে তৎখনিক মারা যান তিনি।
এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরপর উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাড়ি ঘরেও আগুন ধরিয়ে দেয়।
এঘটনার সত্যতা স্বীকার করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং তা নিয়ন্ত্রনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি উদ্ধার করতে পারেনি পুলিশ পড়ে আছে ইউনিয়ন পরিষদ কারযালয়েই।