Pathikrit Most Popular Online NewsPaper

    আব্দুস সালামঃ

    আকস্মিক বন্যায় দেশের প্রায় ২০ শতাংশ এলাকা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটিরও বেশি মানুষ। কৃষি, অবকাঠামো ও আবাসনসহ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক  কয়েক হাজার কোটি টাকা। ক্ষতিগ্রস্ত এসব মানুষের জীবন খুবই মানবেতর। মানবেতর জীবনযাপনকারী এই  বিশাল জনগোষ্ঠীর সহযোগীতায় সাধ্য অনুযায়ী উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক পথিকৃৎ, দৈনিক কৃষিকণ্ঠ পত্রিকা পরিবার ও একটু পাশে দাঁড়াই সংগঠনের একঝাঁক মানবিক মানুষ। 

    গত ৭ সেপ্টেম্বর কুষ্টিয়া থেকে খুলনা পাইকগাছার বন্যা কবলিত এলাকায় উপহার সামগ্রী নিয়ে যায় সাপ্তাহিক পথিকৃৎ, দৈনিক কৃষি কন্ঠ পরিবার ও একটু পাশে দাঁড়ায় সংগঠনের স্বেচ্ছাসেবী টিম।

    উপহার সামগ্রীর মধ্যে ছিলো খাদ্যদ্রব্য, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি, জরুরি ঔষধ, খাবার স্যালাইন, তৈরি পোশাক, গামছা, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি ও ফায়ার লাইটার সহ বিভিন্ন পণ্য। স্বেচ্ছাসেবী দলটির সদস্যরা ঘরে ঘরে গিয়ে সব উপহার সামগ্রী পৌছে দেয়। 

    সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়া ইমন রুবেল, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার সহ-সম্পাদক ফরহাদ হাসান সুমন, দৈনিক কৃষিকণ্ঠ পত্রিকার সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন ও একটু পাশে দাঁড়াই সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে স্বেচ্ছাসেবী দলটিতে ছিলেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ-সম্পাদক খন্দকার সোহেল টানু, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার বার্তা সম্পাদক আব্দুস সালাম, আজিজুল, রিংকু, রোহান ও সৈকত। এছাড়াও স্বেচ্ছাসেবীদের  সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছেন সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শামিম উল হাসান অপু, নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কে,এম জাহিদ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু সহ আরও কিছু মহৎ হৃদয়ের ব্যক্তিবর্গ।

    উল্লেখ্য, গত ২৭ আগষ্ট নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যা কবলিত মানুষের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেয় দৈনিক সময়ের কাগজ, সাপ্তাহিক পথিকৃৎ, দৈনিক কৃষি কন্ঠ পত্রিকার পরিবারের সদস্যরা। 

    সংগঠনগুলো সমন্বিত প্রচেষ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় ইতিপূর্বে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে। এছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনার পাইকাগাছা এলাকার বন্যা কবলিত মানুষের মাঝেও উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনগুলোর একটি স্বেচ্ছাসেবী দল। স্বেচ্ছাসেবীরা নিজেদের ব্যক্তিগত উপহার ছাড়াও অন্যান্য মানবিক ও জনদরদী মানুষের দেওয়া উপহার সমূহ বন্যার্তদের কাছে পৌঁছে দেয়। 

    সে সময় স্বেচ্ছাসেবীদের  সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছিলেন, দৈনিক বজ্রপাত পত্রিকার প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দিক।

    নোয়াখালী ও কুমিল্লার উপহার বিতরণের নেতৃত্ব দেন দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু ও সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।

    Spread the love