নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় এন এস রোড়স্থ কুষ্টিয়া প্রেসক্লাবের (এম এ রাজ্জাক মিলনায়তনে) নানা আয়োজনে পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল মামুন সাগর, সাধারণ সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম লিটন উজ্জামান, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, জিটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক ইন্টারন্যাশনাল বার্তা সম্পাদক কাজী সাইফুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি খন্দকার তুহিন আহমেদ, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, দৈনিক কৃষি কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, দৈনিক সূত্রপাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাজমুল হোসেন, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি আমিন হাসান, দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার মিরাজুল ইসলাম, সাংবাদিক রেজা আহমেদ জয়, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার স্টাফ রিপোর্টার রাজীব খন্দকার, একরামুল ইসলা জনি, আলমগীর হোসেন, শফিউল্লাহ, জিকো, হাসনাত রাব্বু, তৌকির আহমেদ, কুমারখালী প্রতিনিধি মোমিন ইসলাম, গাংনী প্রতিনিধি ইজাজ উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকা কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা হলেও সারাদেশের বস্তু নিষ্ঠ ও সত্য সঠিক সংবাদসহ নির্যাতিত ও নিপিড়ীত মানুষের কথা তুলে ধরে। আগামীতেও দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকা পরিবার তাদের এ ধারা অব্যহত রাখবে।