Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কুষ্টিয়া জেলার ত্যাগী, পরীক্ষিত ও বঞ্চিত নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন।

    এছাড়াও নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডুর সাথেও সাক্ষাৎ করেন।

    শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন শেষে বিকেলে শাহীদ প্যালেস হোটেলে এই সাক্ষাৎ করা হয় বলে জানা গেছে।

    এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, মহিউদ্দিন চৌধুরী মিলন, কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক, ১নং সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জালাল উদ্দিন মোল্লা, জেলা জাসাস এর সভাপতি ইমরান হাসান সঞ্জু, শহিদুজ্জামান শিপন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কবির, খান একরিম অকুল, মুক্তার হোসেন ও মখলেসুর রহমান প্রমুখ।

    এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃবৃন্দের কথা শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

    উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়। এরপর ৪ নভেম্বর ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    এরপর কুষ্টিয়ায় ত্যাগী, পরিক্ষিত ও বঞ্চিত নেতা-কর্মীদের ব্যানারে ৬ নভেম্বর কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ১৭ নভেম্বর শহরের মোড়ে মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    Spread the love