Pathikrit Most Popular Online NewsPaper

    মোহাম্মদ মমিনুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদকঃ

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) পদেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

    বুধবার (৩০ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) বুশরা ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।প্রায় ৩৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে মোহাম্মদ মমিনুল ইসলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে—পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ), পরিচালক (কাস্টমার সার্ভিস), পরিচালক (পরিকল্পনা ও ট্রেনিং), এবং পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট)। এছাড়া তিনি জিএম (এডমিন), জিএম (সিকিউরিটি) সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। জ্যেষ্ঠতম অভিজ্ঞ পরিচালক হিসেবে তিনি পূর্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মমিনুল ইসলাম ১৯৮৪ সালে ক্যাডেট কলেজ থেকে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম লং কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। পরে ১৯৮৬ সালের শেষ দিকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিসার পদে যোগ দেন এবং শুরু থেকেই প্রতিষ্ঠানের প্রশাসনিক অঙ্গনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছেন।

    তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ, সংকটকালীন দক্ষ ব্যবস্থাপনা এবং কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে তিনি প্রতিষ্ঠানের সর্বস্তরে একজন সুপরিচিত ও প্রশংসিত কর্মকর্তা।নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে মোহাম্মদ মমিনুল ইসলামের যোগদানকে স্বাগত জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, তাঁর অভিজ্ঞতা, প্রাজ্ঞ নেতৃত্ব এবং কর্মনিষ্ঠার মাধ্যমে প্রশাসন, মানবসম্পদ ও সরবরাহ ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

    তাঁর দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্ব বিমানের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে—নিয়ে যাবে সম্ভাবনার নতুন দিগন্তে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে করবে আরও উজ্জ্বল ও মর্যাদাপূর্ণ।মোহাম্মদ মমিনুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রসুলপুর গ্রামে। কুষ্টিয়ার এ কৃতিসন্তানের এই অর্জনে জেলার সর্বস্তরের মানুষ গর্বিত।

    Spread the love