Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া উপ-বিভাগীয় সড়ক প্রকৌশলীর কার্যালয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক নৃত্য শিল্পী। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের গাড়ি চালক রাব্বির সাথে বিয়ের দাবিতে ওই নারী অবস্থান করছেন। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অফিস ছেড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। রাব্বি আহমেদ ইমরান উপ বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের গাড়ি চালক। রাব্বি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা।

    অভিযোগকারী নৃত্য শিল্পী (২০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। সে বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য করেন।

    স্থানীয়রা বলেন, সকালবেলা আমরা দেখতে পাই এক নারী সড়ক অফিসে বিয়ের করার জন্য অনশন করছেন। তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি মিরপুর থেকে এসেছেন। গাড়ি চালক রাব্বির সাথে দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

    অনশনরত নারী বলেন, আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নৃত্য করি। আমি একজন নৃত্য শিল্পী। রাব্বির সাথে একটা অনুষ্ঠানে আমার পরিচয় হয়। এরপর মোবাইলে আমাদের প্রেমের সম্পর্ক হয়। দুই বছর ধরে আমাকে শহরের বিভিন্ন জায়গায়, আবাসিক হোটেলে ও ভাড়া বাসায় রেখেছে স্ত্রীর মতো করে। প্রেম হওয়ার পার থেকে আমার সাথে শারিরীক সম্পর্ক করেছে। স্বামী স্ত্রীর মতো আমরা একসাথে থেকেছি। আমাকে বিয়ের ছলনা দিয়ে সে এতদিন সম্পর্ক করেছে। সে এখন বিয়ে করতে রাজি না। আমার সাথে প্রতারণা করছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। তিনি আরও বলেন, রাব্বির সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমি আমার প্রথম স্বামীকে তালাক দিয়েছি। সে প্রলোভন দেখিয়ে আমাকে ভোগ করেছে। এখন বিয়ে করতে রাজি না সে। আজকে আমি অসহায় হয়ে এখানে এসেছি বিয়ের দাবিতে। সে আমার একটি বাচ্চাও নষ্ট করেছে। সে বলেছে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কিন্তু এখন নানা তালবাহানা করছে। আমি রাব্বিকেই বিয়ে করবো। তা-না হলে আমি আত্মহত্যা করবো। এবিষয়ে কথা বলার জন্য গাড়ি চালক রাব্বি আহমেদ ইমরান ও উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের অফিসে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেন নি।

    Spread the love