Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    ঝিনাইদহে বৃষ্টির জন্য প্রার্থনা করে বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

    জেলা ইমাম পরিষদের উদ্যোগে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় শহরের উজিরআলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজের আয়োজন করা হয়।

    এ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব বয়সের মুসল্লিগন। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

    নামাজে অংশ নেওয়া সাধরাণ মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহসহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন– এটাই প্রার্থনা।

    এ ব্যপারে ঝিনাইদহ ইমাম পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (স.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইসতিসকার নামাজ বলে। ইসতিসকা মানে বৃষ্টির জন্য প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।

    Spread the love