Pathikrit Most Popular Online NewsPaper

    বৃষ্টি উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে ইবি শিক্ষার্থীরা

    আশরাফুল আলমঃ

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তৃতীয় দিনের আন্দোলনে বৃষ্টি উপেক্ষা করে আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

    শনিবার (০৬ জুলাই) সকাল বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কের দুইপাশে তিব্র যানজটের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এর আগে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে আন্দোলনকারী শিক্ষার্থীরা সমবেত হয়।  পরে সকাল সাড়ে ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় শিক্ষার্থীদের হাতে কোটা বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

    মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এসে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজার হয়ে আবারও প্রধান ফটকে আসে। সেসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। 

    আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়তে নির্দেশনা দিলেও বৃষ্টির মধ্যে মহাসড়কে আন্দোলনকারীরা আধা ঘণ্টা অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। সেখান থেকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে ওইদিনের মত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

    এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চলমান বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। 

    আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থী মোখলেসুর রহমান সুইট বলেন, আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। সারাদেশের শিক্ষার্থীরা এ যৌক্তিক আন্দোলনের সমর্থন জানায়। আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যকে কবর দিতে, সেখানে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বৈষম্য আমরা মানতে চাইনা। কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

    Spread the love