Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়ার ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বড়বাজার রেলগেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, বিএনপি নেতা জালাল উদ্দিন মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, জেলা জাসাস এর সভাপতি ইমরান আহমেদ সঞ্জু, সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শিপন,  বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক আহমদ সাবাব, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী।

    এসময় এ্যাড. অপু বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ। বাঙালি বীরের জাতি, ব্রিটিশ ও পাকিস্তানের হাত থেকে দেশকে রক্ষা করেছি। স্বৈরশাসক, গণহত্যাকারী, লুটেরা শেখ হাসিনা কবল থেকে দেশকে রক্ষা করেছি। এ জাতি কোন রক্তচক্ষু কে ভয় পায় না। ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা অবমাননার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

    Spread the love