Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। এতে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। 

    মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার পরপরই কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় থেকে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে র‍্যালি নিয়ে ইসলামিয়া কলেজের শহীদ মিনারে গিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

    এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    Spread the love