নিজস্ব প্রতিবেদকঃ
কুুষ্টিয়ায় অথই কসমেটিকস্ নামে একটি ভুয়া প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে। রুহিন নামে এক ব্যক্তি ভুয়া ওই প্রসাধনী কারখানার মালিক বলে একটি সূত্র জানিয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে কুুষ্টিয়া শহরের ৩৭/১ আড়ুয়াপাড়ার একটি ভাড়া বাসায় অবস্থিত ওই ভুয়া প্রসাধনী কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, অনুমোদনহীন ভুয়া ওই প্রসাধনী কারখানা দীর্ঘদিন ধরে প্রায় পঞ্চাশটি গুণ-মানহীন নকল প্রসাধনী পণ্য তৈরি ও বাজারজাত করে আসছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এরকম প্রায় লক্ষাধিক টাকা সমমূল্যের ভেজাল পণ্য জব্দ করে। এসময় অভিযুক্ত কারখানা মালিককে না পেয়ে কারখানা তালাবদ্ধ করে দেওয়া হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
কুুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ রিফাতুল ইসলাম বলেন, “আমরা অথই কসমেটিকস্ নামে একটি ভুয়া কসমেটিকস কারখানায় অভিযান পরিচালনা করেছি। সেখানে কারখানা মালিককে পাইনি। কারখানা তালাবদ্ধ ছিলো, তালা খুলতে পারিনি। আমরা অন্য একটি তালা লাগিয়ে এসেছি। বাইরে থাকা আনুমানিক এক লক্ষ টাকার মালামাল জব্দ করে এনেছি। বিএসটিআই’কে বলেছি নিয়মিত মামলা দেওয়ার জন্য।”