Pathikrit Most Popular Online NewsPaper

    ছবি: সংগৃহীত

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হবে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। নতুন মন্ত্রিপরিষদর সদস্যদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪০টি নতুন গাড়ি। পরিবহনপুল থেকে এসব গাড়ি বুঝে নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে এসব গাড়ি রাখা হয়েছে৷ বিকেল ৪টার দিকে এসব গাড়ি নতুন মন্ত্রীদের বাসভবনে পাঠানো হয়েছে। এই গাড়িতে চড়েই সন্ধ্যা ৭টায় বঙ্গবভবনে শপথ গ্রহণের জন্য যাবেন নতুন মন্ত্রীরা।

    ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর জন্য ৩৬টি গাড়ি রাখা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত আরও চারটি গাড়ি প্রস্তুত রয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়। টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়িগুলো পূর্ণ মন্ত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। আর প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকার কাছাকাছি।

    মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, নতুন সরকার গঠনের জন্য মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন শুধু সময়ের অপেক্ষা।

    নতুন মন্ত্রীরা বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

    অনলাইন ডেস্ক

    Spread the love