মিরপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সময়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, মোশাররফ হোসেন, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহমুদুল হক, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা প্রকৌশলী রৌশন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ডিজিজ আনন্দ কুমার কুন্ডু, উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন, উপজেলা সহকারী প্রোগ্রামার মিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক জিন্নাত জাহান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজওয়ান আহমেদ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাসেল আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, উপজেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আছাদুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম পদক অর্জন করায় তাকে ফুলেল শুভেচ্ছা এবং উপজেলা সাব-রেজিষ্ট্রার রাসেল মল্লিক ও ফরেষ্টার পিয়ার মহাম্মদের বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।