Pathikrit Most Popular Online NewsPaper

    গাছ থেকে পেরেক অপসারণ করা হচ্ছে

    নিজস্ব প্রতিনিধিঃ

    কুষ্টিয়ায় মাসব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারন) কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

    বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া কালেক্টর চত্ত্বরে সামাজিক বন বিভাগের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন এবং গাছ থেকে পেরেক অপসারণ করা হয়।বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার (অতিরিক্ত) প্রণব কুমার সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ-এর সহ সভাপতি শাহাবউদ্দিন মিলন।মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে জেলা প্রশাসন কার্যালয়ের গাছ থেকে পেরেক ও বিলবোর্ড-ফেস্টুন অপসারণ করা হয়।এসময় বক্তারা বলেন, পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয়। তা দিয়ে পানি ও তার সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া ও অণুজীব প্রবেশ করে। এতে গাছে দ্রুত পচন ধরে। ফলে তার খাদ্য ও পানি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয়। এতে করে গাছটি মারাও যেতে পারে। তাই কোনো গাছে পেরেক ঠোকা মানে ওই গাছের চরম ক্ষতি করা। গাছের পরিচর্যা করার বদলে উল্টো বিজ্ঞাপনের নামে গাছের চরম ক্ষতি করা হচ্ছে। গাছের প্রতি এই নিষ্ঠুর আচরণ দেশের বন আইনে দণ্ডনীয় অপরাধ হওয়ায় কর্তৃপক্ষকে এ ব্যাপারে কার্যকরি পদক্ষেপ নেবার দাবি জানান বক্তারা।বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম বলেন, মাস ব্যাপী আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য হলো গাছকে সুরক্ষা দেওয়া ও মানুষকে সচেতন করা। পেরেকের মাধ্যমে গাছে যেন কোনো ব্যানার পোস্টার ফেস্টুন সাঁটানো না হয়। বিকল্প হিসেবে যেন পচনশীল পাটের রশি ব্যবহার করা যেতে পারে।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন, আতিয়ার রহমান, রেঞ্জ অফিসার এস এফ এনটিসি জগতি সামাজিক বন বিভাগ, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজসহ বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তা- কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

    Spread the love