Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া অফিস:

    দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মাহমুদুর রহমানের উপর কুষ্টিয়ার আদালত পাড়ায় হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও এ্যাড. শামিম উল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক আব্দুল জিহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন, কৃষি কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলাইনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

    মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের দায়ের করা মামলায় বিভিন্ন আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার না করায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনে সোর্পদ করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

    প্রসঙ্গত, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে তৎকালীন শেখ হাসিনা সরকারের ছাত্র ও যুব সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদের দ্বারা হামলার শিকার হন মাহমুদুর রহমান। এ ঘটনার প্রায় ছয় বছর পরে চলতি বছরের ১০ অক্টোবর কুষ্টিয়া মডেল থানায় হাজির হয়ে সাংবাদিক মাহমুদুর রহমান শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মাহবুব উল আলম হানিফ, হাসানুল হক ইনুসহ ৬৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের একমাসেরও বেশি সময় অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আসামীকে গ্রেফতার না করার প্রতিবাদে সাংবাদিকরা এ মানববন্ধন ও সমাবেশ করেছে।

    Spread the love