Pathikrit Most Popular Online NewsPaper

    আজাদ সানিঃ

    আন্তর্জাতিক দাতা সংস্থা (Muslim Aid Australia, MAA) মা ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া এর সহযোগীতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নে ৪শ জন অসহায় হতদরিদ্র ও বিধবাদের মাঝে বিনামূল্যে এক বস্তা চাউল ও মাসিক ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ৷
    বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের দীঘা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলামের ব্যবস্থাপনায় তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে ৪শ জনের মাঝে এক বস্তা চাউল সহ ৭ আইটেমের ইফতার সামগ্রীর দুই বস্তা করে মালামাল ইকুয়াল ট্রেডার্সের সহযোগীতায় সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়৷
    এ সময় উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনেশিয়েটিভের সিইও এনায়েত হোসেন জাকারিয়া, ইকুয়াল ট্রেডার্সের ডিরেক্টর আসাদুজ্জামান (শুভ্র), সুজন, ফরহাদুল ইসলাম, ইমপ্যাক্ট ইনেশিয়েটিভের প্রোজেক্ট অফিসার আব্দুল্লাহ শাহীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷
    অস্ট্রেলিয়ান সংস্থা মা ট্রাস্ট চ্যারেটির পক্ষ থেকে অত্র এলাকায় ইফতার সামগ্রী বিতরণের দায়িত্বপ্রাপ্ত মনিরুল ইসলাম বলেন- মা সংস্থাটির মাধ্যমে গোস্বামী দূর্গাপুর ও পাটিকাবাড়ী ইউনিয়নের গরীব অসহায়দের হাতে যে ১বস্তা চাউল সহ ইফতার সামগ্রী তুলে দেওয়া হলো তা অন্ততঃপক্ষে ১মাস তারা ভালোভাবে চলতে পারবে ৷
    দুই বস্তা করে বিনামূল্যে মাসিক সদায় হাতে পেয়ে সুবিধাভোগীরা মা সংস্থা ও আয়োজকদের প্রতি সন্তুষ্ট প্রকাশ ও দোয়া করেন ৷

    Spread the love