Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া অফিসঃ

    কুষ্টিয়ায় যুবদলের নেতাকর্মীর সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এসময় সাদিকুর রহমান নামের এক ইউপি সদস্যকে আটক করা হয়।

    শনিবার (৮জুন) বিকাল আনুমানিক ৪ টার সময় সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দারপাড়া এলাকার জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজেদের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

    ঘটনা প্রসঙ্গে কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, আজকে শহরের নবীন টাওয়ারে যুবদলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের নিয়ে একটি প্রোগ্রাম করার কথা ছিল আমাদের। সেখানে প্রশাসন বাঁধা দেওয়ায় আমরা বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দারপাড়া এলাকায় এই অনুষ্ঠান করছিলাম। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হঠাৎ পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এখন পর্যন্ত আমাদের একজন কর্মী রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে জেনেছি। আর কতজন আহত এটা এখনো জানা যায়নি।

    পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি- যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় মিটিংয়ের আয়োজন করেন। সেখানে বিএনপির নেতাকর্মীরা নিজেদের মধ্যেই কোন্দলের কারনে বিশৃঙ্খলা ঘটাতে পারে বলে পুলিশের কাছে তথ্য ছিলো। পরে বিকালের দিকে যুবদলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের দিকে লক্ষ্য করে বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়ে হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় ২০ মিনিট পুলিশ ও বিএনপি নেতাদের সাথে সংঘর্ষ চলতে থাকে।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা হলে তিনি জানান,পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তবে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

    Spread the love