Pathikrit Most Popular Online NewsPaper

    টোকন চৌধুরীর ফাইল ছবি

    কুষ্টিয়া প্রতিনিধি॥

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সংসদীয় আসন-৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক চৌধুরীর ভাই উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহম্মেদ টোকন চৌধুরীকে শোকজ নোটিশ প্রেরন করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদার নির্বাচনী প্রচারনাকালে অস্ত্র দেখিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে প্রচারনা না করার জন্য প্রান নাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করেছেন যা শান্তিপূর্ন নির্বাচনী পরিবেশকে বিঘ্ন সৃষ্টি করে।

    আক্রান্ত স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদার দেয়া অভিযোগের প্রথমিক তদন্তে সত্যতা পাওয়ায় নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহা: আসাফ-উদ-দৌলা স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ শুক্রবার বিকালে প্রেরন করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশ পরিদর্শক মো: মনিরুল ইসলাম জানান, নোটিশে উল্লেখিত সময় অনুযায়ী আগামী ১জানুয়ারী (সোমবার) সকাল ১১ টায় অনুসন্ধান কমিটি প্রধানের কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত জাবাব দাখিলের নির্দেশ দিয়েছেন। এবিষয়ে প্রতিক্রিয়া জানতে নোটিশ প্রাপ্ত যুবলীগ সভাপতি বুলবুল আহম্মেদ টোকন চৌধুরীর মুঠোফোনে আলাপকালে তিনি জানান, ‘না আমি এখনও কোন নোটিশ পায়নি। আমি একটা প্রোগ্রামে আছি পরে কথা বলবো’। বলেই তিনি কল কেটে দেন। 

    পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, “এছাড়াও সংসদীয় আসন-৭৬, কুষ্টিয়া-২ আসনে নৌকা মার্কায় ভোট করতে নিষেধ করা ও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পক্ষে জোর পূর্বক নির্বাচন করার জন্য, মারধরের অভিযোগে ভেড়ামারা উপজেলার চন্ডীপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র রাজনকে শোকজ নোটিশ প্রেরণ করা হয়েছে। কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সংসদীয় আসন-৭৬ কুষ্টিয়া-২ এর নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান মো: রেজওয়ানুজ্জামান স্বাক্ষরিত ওই শো-কজ নোটিশের লিখিত জবাবসহ ৩০ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় নোটিশ প্রাপ্ত রাজনকে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

    Spread the love