মিরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে যৌথবাহিনীর অভিযানে একটি বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার হয়েছে। কুষ্টিয়া সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের জ্যোতি ও মতির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ওই বাড়ির মালিক বাড়িতে উপস্থিত ছিলেন না। উদ্ধারকৃত অস্ত্র গুলি ও বোমা রাতেই মিরপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম বলেন, গতকাল রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে মৃত মীর মাহমুদুল হকের বাড়ির সাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করে। পাশের গাছ বেয়ে ওই সাদে ওঠা যায়। এটা কোন ষড়যন্ত্র কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
উপরোক্ত এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।