Pathikrit Most Popular Online NewsPaper

    প্রতীকী ছবি

    ঝিনাইদহ প্রতিনিধিঃ

    ঝিনাইদহের শৈলকুপায় চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে সবুজ খাঁন নামের এক যুবকের বিরুদ্ধে।

    অভিযুক্ত যুবক সবুজ উপজেলার ত্রিবেণী ইউনিয়নের ত্রিবেণী গ্রামের সাত্তার খাঁনের ছেলে।

    ভুক্তভোগীর অভিযোগ, তার চাচাতো ভাই সবুজ লুকিয়ে তার গোসল করার ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করে শারিরীক সম্পর্ক করেন। পরে ভুক্তভোগীকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতে থাকলে, এক পর্যায়ে তিনি শৈলকুপা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করেন রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ তৌহিদুল ইসলাম। পরে তদন্ত মনোগত না হওয়ায় এ ঘটনায় ঝিনাইদহ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

    ভুক্তভোগী জানান, মামলা করায় তাকে বিভিন্নভাবে হুমকির শিকার হতে হচ্ছে। অভিযুক্তের পরিবার তাকে মামলা উঠিয়ে নিতে চাপ দিচ্ছেন এবং তাদের কথা মতো কাজ না করায় অভিযুক্তের আপন ছোট ভাই সোহান খাঁন তাকে এসিড মারার হুমকি দেয়।

    তিনি আরও জানান, তিনি এ ঘটনার ন্যায়বিচার চাই, মানুষিক চাপ, হুমকি ও মেয়েদের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে। বিচার না পেলে তার আত্মহত্যা করা ছাড়া কোন পথ থাকবে না।

    Spread the love