Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    ঝিনাইদহের শৈলকুপায় দুই ভাতিজার হাতে চাচা লাল্টু মোল্যা(৩৬) হত্যাকান্ডের ঘটনায় মিরাজ নামের এক ভাতিজাকে গ্রেপ্তার করেছে র‌্যাব পুলিশের যৌথ বাহিনী।

    শনিবার দুপুরে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বিলজানি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিরাজ ভবানিপুর গ্রামের ইটালী প্রবাসী লকাই মোল্লার ছেলে।

    শনিবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী।

    এরআগে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মায়ের সঙ্গে পরকীয়া করে বিয়ে করায় চাচা লাল্টু মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠে ২ ভাতিজার বিরুদ্ধে। উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের বিলের মাঠে এ ঘটনা ঘটে।
    নিহত লাল্টু মোল্লা ওই গ্রামের গ্যানো মোল্লার ছেলে।
    হত্যাকারী মিম আসাদ ও মিরাজ একই গ্রামের লকাই মোল্লার ছেলে। লকাই ও লাল্টু আপন চাচাতো ভাই।
    এলাকাবাসী জানান, নিহত লাল্টু মোল্লা গত বছর পরকীয়া প্রেমের জেরে চাচাতো ভাই ইটালী প্রবাসী নকাই মোল্লার স্ত্রী রিপা বেগমকে পালিয়ে বিয়ে করে অন্যত্রে চলে গিয়ে সংসার করে। এনিয়ে একই গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। ওই বিরোধের জেরে নিহত লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে।

    বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের বিলের মাঠ দিয়ে বাড়ি ফিরছিলেন চাচা লাল্টু মোল্লা। পথে মাঠের এক মাছের ঘেরের কাছে পৌঁছালে লকাইয়ের দুই ছেলে আসাদ ও মিরাজ মাকে নিয়ে যাওয়ার প্রতিশোধ নেয়ার জন্য তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    Spread the love