Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলম

    ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মশিউর রহমান রজু (৮১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার চড়িয়ারবিল সতেরো মাইল এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

    নিহত মশিউর রহমান উপজেলার পদমদি গ্রামের মৃত আব্দুর সাদ্দার মিয়ার ছেলে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন মশিউর প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত বৃহস্পতিবার তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। শনিবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

    শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন বলেন, “ঘটনা শোনার পর পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

    Spread the love