Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী শৈলকুপো আঞ্চলিক কথাকওয়া গোষ্ঠীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    দিনব্যাপী ক্যাম্পে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. প্রসেনজিৎ বিশ্বাস, ডা. আরিফুর রহমান, ডা. সোনিয়া আক্তার মুক্তা, ডা. মোক্তাদ্বিরউল বাশার এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রাহাত বিন কাজল।

    কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুজ্জামান কোয়েল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, সংগঠনের প্রধান পরামর্শক মো. ইব্রাহীম খলিল, এডমিন ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. গোলাম ফারুক এবং এডমিন ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাকিবুল ইসলাম সজীব।

    কর্মসূচিতে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের উপচে পড়া অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

    সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুজ্জামান কোয়েল জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

    Spread the love